প্রকৃত/বাস্তব শান্তি - Prokrit Shanti

বাইবেলের ৯টি আয়াত-বাস্তব শান্তি…


আমরা সবাই শান্তি চাই…


কিন্তু মাঝে মাঝে শান্তি খুব অধরা মনে হয়…


ঠিক যখন আমরা মনে করি আমরা শান্তি পেয়েছি…

ঠিক যেমন আমরা এটির চারপাশে আমাদের হাত বন্ধ করে…


এটা আমাদের আঙ্গুল দিয়ে ভেজা বালির মত পিছলে যায়…


তাই আমরা যদি নিজেদের শান্তি তৈরি করতে না পারি…


হয়তো আমাদের সাহায্যের জন্য বাইবেলের দিকে তাকাতে হবে…


বাইবেলের ৯টি আয়াত-বাস্তব শান্তি…


বাইবেলের জন্য প্রথম প্রশ্ন…


আমরা কোথায় শান্তি পাই?


শান্তির যুবরাজের কাছ থেকে



ইশাইয়া 9:6 - একটি বিশেষ শিশু জন্মগ্রহণ করার পরই এটা ঘটবে| ঈশ্বর আমাদের একটি পুত্র দেবেন| লোকদের নেতৃত্ব দেওয়ার ভার তার ওপর থাকবে| তার নাম হবে “আশ্চর্য়্য় মন্ত্রী, ক্ষমতাবান ঈশ্বর, চিরজীবি পিতা, শান্তির রাজকুমার|” 




আর যীশু বলেছেন…


যোহন 14:27 - ‘শান্তি আমি তোমাদের কাছে রেখে যাচ্ছি৷ আমার নিজের শান্তি আমি তোমাদের দিচ্ছি৷ জগত সংসার য়েভাবে শান্তি দেয় আমি সেইভাবে তা দিচ্ছি না৷ তোমাদের অন্তর উদ্বিগ্ন অথবা শঙ্কিত না হোক৷




যোহন 16:33 - ‘আমি তোমাদের এসব কথা বললাম যাতে তোমরা আমার মধ্যে শান্তি পাও৷ জগতে তোমরা কষ্ট পাবে, কিন্তু সাহসী হও! আমিই জগতকে জয় করেছি!’




কিন্তু আরো প্রশ্ন আছে…

শান্তি বোঝায় যে আমরা অন্য কারো সাথে শান্তিতে আছি…


কার সাথে আমরা শান্তিতে থাকব?


কিভাবে কোন শান্তি বাস্তব হতে পারে যদি না এটি ঈশ্বরের সাথে শান্তি দিয়ে শুরু হয়?




রোমীয় 5:1-2 - বিশ্বাসের জন্য আমরা ঈশ্বরের সামনে ধার্মিক প্রতিপন্ন হয়েছি বলে, প্রভু যীশু খ্রীষ্টের মধ্য দিয়ে ঈশ্বরের সঙ্গে আমাদের শান্তি চুক্তি হয়েছে৷ খ্রীষ্টের জন্যই আমরা আমাদের বিশ্বাসের দ্বারা ঈশ্বরের অনুগ্রহে প্রবেশ করেছি এবং দাঁড়িয়ে আছি৷ আমরা আনন্দ করি য়ে এই প্রত্যাশা নিয়ে আমরা একদিন ঈশ্বরের মহিমার অংশীদার হব৷




এবং কীভাবে আমাদের ঈশ্বরের সঙ্গে আমাদের শান্তি ব্যবহার করা উচিত?


অন্যদের সাথে শান্তিতে থাকতে?




হিব্রু 12:14 - সবার সঙ্গে শান্তিতে জীবনযাপন করতে চেষ্টা কর, কারণ এই ধরণের জীবন ছাড়া কেউ প্রভুর দর্শন লাভ করে না৷




রোমীয় 12:18 - যতদূর পার সকলের সঙ্গে শান্তিতে থাকার চেষ্টা করে যাও৷




রোমীয় 14:19 - তাই সেই সব কাজ যা শান্তির পথ প্রশস্ত করে এবং পরস্পরকে শক্তিশালী করে, এস, আমরা তাই করি৷



এবং শুধুমাত্র যখন আমরা ঈশ্বর এবং অন্যদের সাথে শান্তিতে থাকি, তখনই আমরা আমাদের হৃদয়ে সত্যিকারের শান্তি এবং তৃপ্তি পাব….



কলসীয় 3:15 - কেউই ঈশ্বরকে দেখতে পায় না; কিন্তু যীশুই অদৃশ্য ঈশ্বরের প্রতিমূর্তি এবং সমস্ত সৃষ্টির প্রথমজাত৷





রোমীয় 15:13 - ঈশ্বর, যিনি তোমাদের মধ্যে আশার সঞ্চার করেন, তাঁর ওপর প্রত্যাশা তোমাদের সকলকে আনন্দ ও শান্তিতে ভরপুর করুক৷ তাহলে পবিত্র আত্মার শক্তিতে তোমাদের আশা আরো উপচে পড়বে৷





ফিলিপীয় 4:7 - তাতে সমস্ত চিন্তার অতীত য়ে ঈশ্বরের শান্তি, তা তোমাদের হৃদয় ও মনকে খ্রীষ্ট যীশুতে রক্ষা করবে৷




বাইবেলের ৯টি আয়াত-বাস্তব শান্তি…


যীশুর কাছ থেকে শান্তি…


আমাদের ঈশ্বরের সাথে শান্তি দেয়…


অন্যদের সাথে শান্তি…


এবং আমাদের অন্তরে শান্তি…


এই তালিকায় অন্যান্য আয়াত যোগ করতে চান 9টি বাইবেল পদ-বাস্তব শান্তি?


অথবা এই আয়াত কোন সম্পর্কে চিন্তা শেয়ার করতে চান?


মন্তব্যে আপনার চিন্তা এবং আয়াত যোগ করুন...



Do you Wish to Donate

Post a Comment

Previous Post Next Post
/